Friday, December 5, 2025

নোয়াপাড়ায় পুলিশি অভিযানে ১০১ টি মোটরসাইকেল জব্দ

অভয়নগর প্রতিনিধি: যশোর হাইওয়ে ও অভয়নগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যশোর-খুলনা মহাসড়ক থেকে একশ’ একটি মোটরসাইকেল জব্দ করেছে।

রোববার সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় এ অভিযান চলে।অভিযানে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২১টি মোটরসাইকেল মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া বৈধ কাগজপত্র না থাকায় একশ’ একটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।ওসি তাজুল ইসলাম জানান, সরকারি নিয়মে যশোর হাইওয়ে এবং থানা পুলিশের যৌথ অভিযানে একশ’ একটি মোটরসাইকেল জব্দ এবং ২১টি মামলা দায়ের করা হয়। জব্দকৃত মোটরসাইকেলসহ মালিকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর