চুড়ামনকাটি প্রতিনিধি: মানুষের সফলতার চাবিকাঠি কখন কার হাতে ধরা দেবে, তা কেউ বলতে পারে না। চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন তারই উদাহরণ। ৬১ বছর বয়সে তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন।
জাহাঙ্গীর হোসেন মাত্র ৭০ হাজার টাকা বিনিয়োগ করে প্রতিদিন সকল খরচ বাদ দিয়ে ১,৫০০ থেকে ২,000 টাকা আয় করছেন। তিনি গ্রামাঞ্চলে ঘুরে চাল দিয়ে তৈরি পিঠা বিক্রি করেন, যা নারী ও শিশুদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।
তিনি ৫০ হাজার টাকা ব্যয়ে একটি ইঞ্জিনচালিত করিমন কিনে সেটিতে ১৮ হাজার টাকা মূল্যের চায়না ডাইস সংযোজন করেছেন। গ্রামের মানুষ চাল দিলে তিনি সামান্য পরিমাণ চিনি, লবণ ও পানি মিশিয়ে সুস্বাদু পিঠা তৈরি করেন। প্রতি কেজি চালের পিঠা বানাতে তিনি মাত্র ৪০ টাকা নেন।
বর্তমানে তার সঙ্গে আরও দুইজন সহযোগী কাজ করেন। একজনকে প্রতিদিন ৮০০ টাকা এবং অন্যজনকে ৫০০ টাকা পারিশ্রমিক দেন। সকল খরচ বাদ দিয়ে দৈনিক তার আয় দাঁড়ায় ১,৫০০ থেকে ২,000 টাকা।
জাহাঙ্গীর হোসেন জানান, পিঠা বানানোর মেশিন চালানোর আগে তিনি অন্যের জমিতে কৃষিকাজ করতেন, দিনমজুরের কাজ করতেন এবং ভ্যান চালাতেন। সেই সময়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এখন তার তৈরি পিঠা গ্রামাঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি চৌগাছা, যশোর সদর ও ঝিকরগাছার বিভিন্ন গ্রামে ঘুরে আনন্দের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার বর্তমান আয় ও কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।