Friday, December 5, 2025

কেশবপুরে দু’টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

কেশবপুর প্রতিনিধি; যশোরের কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় রোববার পরিবেশ অধিদপ্তর দু’টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, ঢাকা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও যশোর অফিসের সহযোগিতায় উপজেলার সাতবাড়িয়ার সুপার ব্রিকস ও বেগমপুরের রিপন ব্রিকসের ইট পোড়ানো চিবনী ও কাঁচা ইট স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়। এর আগে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।অভিযান পরিচালনা করেন, ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক সাইদ আনোয়ার ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর