Monday, April 21, 2025

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দুই চোরাকারবারী আটক

বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, থ্রি-পিস, কম্বল, তৈরি পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি যশোরের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করে। জব্দ করা সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা।

আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) এবং শার্শা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শাহিদ হাসান (২৫)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে, যার ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মালামাল আনতে গিয়ে আটক হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিজিবির পক্ষ থেকে চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর