Wednesday, March 26, 2025

যশোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মেলার উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উদ্বোধনী দিনে র‌্যালি শেষে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা ঘোষণা করা হয়। মেলায় বিভিন্ন ধরনের ২০টি কৃষি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভ্রমি কম্পোস্ট, কৃষি উইং আশা, নার্সারি ও কৃষি উইংসহ আরও বিভিন্ন কৃষি-সংক্রান্ত স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক শাহেদ আহমেদ রিজভী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান। কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে কৃষিখাতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর