Friday, December 5, 2025

চৌগাছায় বেপরোয়া ট্রাক্টরে প্রাণ গেল শিশুর

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর)প্রতিনিধি: চৌগাছায় বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে তন্ময় (৯) নামে এক শিশু। রোববার বিকেলে রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আন্দুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট।ওই এলাকার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, নিহত তন্ময় কুমড়োর বড়ি তৈরির ডাল কোটার জন্য বাইসাইকেলে রামকৃষ্ণপুর যাচ্ছিল। সর্দারপাড়ার মোড়ে পৌঁছালে মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।চৌগাছা থানার এসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রাক্টরের মালিক আন্দুলিয়া গ্রামের সাদ্দাম কিছুদিন আগে গাড়িটি কিনে ভাড়ায় মাটি বহনের কাজ করছিলেন। দুর্ঘটনার সময় তিনি নিজেই চালাচ্ছিলেন বলে জানান তিনি। ঘটনার পরপর তিনি পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই বজলুর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর