শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পূবালী ব্যাংক পি এল সি-এর ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর শাখার ব্যবস্থাপক টি এম ফয়সাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার, চৌগাছা পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মনিরুল ইসলাম, সিনিয়র অফিসার দেব কুমার মন্ডল, অফিসার মো. শামীম রেজা, বিল্ডিং মালিক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে পূবালী ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আর কে-০৩







