Tuesday, March 25, 2025

চুড়ামনকাটিতে মৌমাছির আক্রমণে অর্ধশত আহত

মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মৌমাছির আক্রমণে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশঙ্কাজনকদের মধ্যে রয়েছেন আব্দুল মালেক চাকলাদার, আলতাফ হোসেন ও তার স্ত্রী, বিল্লালের ছেলে নাঈমুর, টিটোর ছেলে সোহান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রবিবার বিকেলে পুকুরপাড় সংলগ্ন মাঠের পাশে নজরুলের বাঁশ বাগানে থাকা মৌমাছির চাক অজান্তেই ভেঙে ফেলে একটি কুল্লো পাখি। এতে ক্ষিপ্ত হয়ে মৌমাছির দল নারী, শিশু ও শ্রমিকদের আক্রমণ করে।

এ সময় মাঠে কাজ করা শ্রমিক, আশপাশের বাড়ির নারী ও শিশুরা আকস্মিক আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন। মৌমাছির আক্রমণে প্রথমে আলতাফ হোসেন আহত হন, পরে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন। একপর্যায়ে মৌমাছির দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং একে একে অনেককে কামড়াতে থাকে।

আহতদের মধ্যে অনেকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা জানান, এমন ভয়াবহ মৌমাছির আক্রমণ এর আগে এলাকায় দেখা যায়নি, যা চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর