শ্যামল দত্ত, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবন পড়ে আছে অব্যবহৃত। আর সেই ভবনের সামনেই রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করতে নির্মিত হয়েছে আধুনিক ভবন, অক্সিজেন প্লান্টসহ নানা অবকাঠামো। কিন্তু প্রয়োজনীয় আসবাবপত্র ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এখনো চালু হয়নি এই ভবন। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে প্রতিদিন।
এই হাসপাতাল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের ২৯ এপ্রিল। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মূল ভবনের কাজ শেষ হয়। আর চিকিৎসক ও কর্মকর্তাদের পাঁচটি আবাসিক ভবনের কাজ শেষ হয় ২০২৪ সালের আগস্টে।
কিন্তু নতুন ভবন থাকার পরও রোগীরা চিকিৎসা নিচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশে, বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে। চিকিৎসকের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম থাকায় আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী ও স্বজনরা।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও, এই হাসপাতালের নতুন ভবন এখনো রোগীদের কোনো উপকারে আসছে না। দ্রুত প্রশাসনিক অনুমোদন পেলে হয়তো বদলে যাবে চৌগাছা উপজেলার স্বাস্থ্যসেবার চিত্র।