যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শনিবার সকালে গ্রাম্য সালিশ ও রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে কামরুল ও কবিরুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাতনামা কিছু লোক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটালে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে বেনাপোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি রাসেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।