যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন কাঠেরপুল যুব সংঘ প্রতিবছরের মত এবছরেও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে। আগামী মঙ্গলবার সকাল আটটায় (২৫ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার আক্কাছ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। দিনব্যাপী চলবে হাসি আড্ডা। বেলা ১১ টা থেকে শুরু হবে খেলাধুলা। ছেলে-মেয়ে ও বাচ্চাদের জন্য থাকবে পৃথক সব আয়োজন। দুপুরে খাওয়া দাওয়া শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেল আই সেরা কন্ঠের রানার্স আপ খুলনার নান্নুসহ সুনামধন্য শিল্পিরা গান পরিবেশন করবেন। রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূইয়া বলেন, প্রতিবছরেই আমাদের এ ধরনের আয়োজন থাকে। একটি দিন আমরা কাঠেরপুল যুবসংঘ পরিবারের মাঝে হারিয়ে যায়। একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া হয় । তারই ধারাবাহিকতায় এ আয়োজন। তিনি আরও বলেন, আনন্দ ভ্রমনে সংগঠনের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। আমাদের প্রস্তুতি চলছে।
রাতদিন সংবাদ