Tuesday, March 25, 2025

যশোর জেলা যুবদলের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত চৌগাছা উপজেলা আহ্বায়ক

নবগঠিত যশোর জেলা যুবদলের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান। তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর জেলা যুবদলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, আব্দুল মান্নান একজন সংগ্রামী নেতা এবং তার অসুস্থতা সংগঠনের জন্য একটি দুঃসংবাদ। তারা তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর