Tuesday, March 25, 2025

যশোরের চিহ্নিত দুই সন্ত্রাসী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

যশোরে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তারা হলেন, যশোর শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির ‌খালিদ হোসেনের ছেলে ভাগ্নে ইমন ও একই এলাকার মৃত মান্মা শেখের ছেলে সোহাগ রানা। এসময় তাদের কাছথেকে একটি গাছি দা, একটি ধারালো ছুরি, দুটি ধারালো বার্মিজ চাকু ,  পলাতক আসামিদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, ডিবির কাছে খবর আসে পুলেরহাট কৃষ্ণবাটি  আলীর বাড়ির সামনে রাস্তার উপর একাধিক মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী তার লোকজন নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া্ নেতৃত্বে একটি টিম সকাল নয়টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে আটক করে। এসময় তার সহযোগিরা পালিয়ে যায়।  পরে  ইমন কাজীকে  জিজ্ঞাসাবাদের সে জানায়, তার সহযোগী মারুফ হোসেন সাগরের বাড়িতে অস্ত্র রয়েছে।এরপর ডিবি পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সাগরের বাড়িতে অভিযান চালায়। এসময় সাগর পালিয়ে যায়। সাগরের বাড়িথেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের আরেক সহযোগি সোগাগকে আটক করা হয়।

ডিবি জানায়, তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অপর আসামিদের আটকে পুরিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিশেষ প্রতিনিধি

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর