Wednesday, March 26, 2025

শার্শায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, আওয়ামীলীগের চারজন আটক

নাশকতা মামলায় শার্শার আওয়ামীলীগের চারজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মাটি পুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম, একই গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম, কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রহিমের ছেলে ওয়াসিম ও মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আওয়াল হোসেন জানান, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপি নেতা হাসান জহির কামারবাড়ি মোড়ে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। এমন সময় তাদের আসামিরা হামলা চালায়। এ সময় জখম হয় অনেকেই। এ ঘটনায় মামলা হয়। ওই মামলার তদন্তে আটক চারজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর