Friday, December 5, 2025

চৌগাছায় যুবদলের আনন্দ মিছিল

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় চৌগাছায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান, সাইফুল ইসলাম রিংকু, আরাফাত হোসেন, তুফান হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন, সদস্য সচিব মঈন উদ্দীন মঈন, পৌর যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মিঠু, নজরুল ইসলাম, উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্প্রতি যশোর জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছয় বছর পর পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠিত হয়। এতে এম তমাল আহমেদকে সভাপতি ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করা হয়েছে। নতুন জেলা কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে চৌগাছা উপজেলা যুবদল এই আনন্দ মিছিলের আয়োজন করে।

মিছিলে প্রায় অর্ধসহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নতুন কমিটির নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর