চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আগুনে পুড়ে সামছুন নাহার (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৯ ফেব্রুয়ারী নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ হয় সে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধু উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্বজনরা জানান, ৯ তারিখে নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন। এসময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগুন লেগে দগ্ধ যায়। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারী ঢাকায় রেফার করেন। সবশেষে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসারত অবস্থায় ১২ ফেব্রুয়ারী ভোরে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এব্যাপারে কেউ এখনো জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আর কে-০৭







