শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ “অল্প সমায়, স্বল্প খরচ, সটিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালত” স্লোগান সামনে রেকে যশোরের চৌগাছায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় চৌগাছা ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক কমিটির মতবিনিময় সভায় হয়।
চৌগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চৌগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত ইসলামর সভাপতিত্বে ও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কার আশরাফুজ্জামানর সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজয় কুমার সরকার, ইউপি সদস্য হাসানুর রহমান, মহব্বত আলী,মিজানুর রহমান, জালাল উদ্দিন, ইন্তিশাজ মণ্ডল, মহিলা ইউপি সদস্য রোজিনা খাতুন, মুসলিমা খাতুন, সীমা খাতুন, মসিদের ইমাম ফজলুল হক, মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনামূলক র্যালি হয়।
আর কে-০৫







