মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোর সীমান্তে চোরাচালান দমনে বড় ধরনের অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭১ লক্ষ ৩৮ হাজার ২০ টাকা।
বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্ত সহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ফেন্সিডিল, শাড়ি, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, ঔষধ এবং কসমেটিক্স উদ্ধার করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচার করছিল। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।