Friday, December 5, 2025

যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর লাপাত্তা

যশোরের মনিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে গোপালপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জেসমিন আক্তার জোসনা (৩৫) নামের ওই গৃহবধূ ৩ সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় গৃহবধূর ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে জোসনার শ্বশুর আব্দুল মমিন দফাদার পলাতক রয়েছেন।

মৃতের ভাই সাগরের অভিযোগ, তার বোনের শ্বশুর আব্দুল মমিন বিভিন্ন সময় জোসনাকে কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় নির্যাতন করতেন।

তবে গৃহবধূর স্বামী রায়হান দফাদার বলেন, তার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর