যশোরে ছয় হাজার পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। রোববার বেলা সাড়ে ১১ টায় বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়েছে। আটক শিশির হোসেন ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামের মৃত শাহ আলমের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে একটি মাদকের বড় চালান আসছে। সেসুত্র ধরে তারা ধলগা রাস্তায় অবস্থান নেয়। ঢাকা ছেড়ে আসা যশোরের উদ্দেশ্যে গ্রীন লাইনের একটি বাস থামানো হয়। পরে তল্লাশির সময় শিশিরকে সন্দেহ হয়। এক পর্যায় শিশিরের কাছ থেকে ছয় হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনা উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী বাঘারপাড়া থানায় মামলা করেছেন। তিনি আরও জানান শিশিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রাতদিন সংবাদ