যশোরের রহমতপুরে আজ সকালে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ করা হয়েছে, ওই এলাকার জাহাঙ্গির এবং তার ছেলে কাজলের উপর হামলা চালিয়েছে স্থানীয় শফিকুল, শাহাদৎ, মিনটু, বাবলু খা, আমিনুর খাসহ কয়েকজন।
আহত জাহাঙ্গিরের অভিযোগ , তার ছেলে কাজল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে আজ রোববার সকালে শফিকুল ও তার দলবল জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় জাহাঙ্গিরের মাথায় লাঠি দিয়ে গুরুতর আঘাত করা হয় এবং তার ছেলে কাজলকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা নগদ দুই লক্ষ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এদিকে, এলাকাবাসী জানায়, পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে এই হামলা চালানো হয়েছে। একসময় জাহাঙ্গীর বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে তিনি দেশ ত্যাগ করেন। পরে তার ছেলে কাজল আওয়ামীলীগের রাজনীতি শুরু করেন। তার নেতৃত্বে বিএনপির কর্মীদের উপর হামলাও চালানো হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর কাজলের সহযোগীরা এলাকাছাড়া হলেও বাবা বিএনপি করায় কাজল ছিলেন বহাল তবিয়তে। এর জেরেই এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এ বিষযে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল বলেন, এই ঘটনার তদন্ত চলছে।