Thursday, March 27, 2025

যশোরে নগর বিএনপি ও ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে একদিনে ১,৩৭৩ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। শনিবার (তারিখ) দিনব্যাপী নগর বিএনপির ব্যবস্থাপনায় শহরের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ দুইজন রোগীর বিনামূল্যে অপারেশন করানোর ঘোষণাও দেওয়া হয়।

ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার এসএম শহিদুল হক রাহাত।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ড্যাবের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের মধ্যে ছিলেন ডাক্তার উবায়দুল কাদির উজ্জ্বল, ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার হাফিজুর রহমান, ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার আব্দুল কাদের, ডাক্তার এসএম শাহাবুল করিম, ডাক্তার আ ন ম বজলুর রশিদ টুলু, ডাক্তার তমিজ উদ্দিন শেখ, ডাক্তার ইখলাস, ডাক্তার শারমিন নাহার পলি, ডাক্তার তাহরিমা খানম তানিয়া, ডাক্তার তানভীর হায়দার তমাল, ডাক্তার শাকির আহমেদ শুভ্র, ডাক্তার দেবাশীষ দত্ত, ডাক্তার মুক্তাদির বিল্লা, ডাক্তার প্যারিস, ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার জেসমিন সুমাইয়া, অধ্যাপক ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার রেজওয়ান, ডাক্তার রিফাত, ডাক্তার জয়, ডাক্তার শঙ্কর, ডাক্তার নার্গিস আক্তার ও ডাক্তার মাজহারুল ইসলাম রিপন।

এছাড়া ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ডাক্তার ফারুক এহতেশামুল হক পরাগ, ডাক্তার শাহাবুদ্দিন, ডাক্তার এসএম রবিউল আলম, ডাক্তার সালাউদ্দিন স্বপন, ডাক্তার আল মামুন, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার এমএ গোলাম কিবরিয়া, ডাক্তার মাশফিকুর রহমান স্বপন, ডাক্তার বাদশা ও ডাক্তার জামিল।

নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবার পরিধি আরও বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর