Wednesday, March 26, 2025

যশোর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) আয়োজিত এ সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মুহম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। আমাদের সকল সম্পদ ও মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এন সি কমিটির সদস্য ও সভাপতি ডি সি এস আমিনুর রহমান এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আব্দুল মতিন। আইবিডব্লিউএফ যশোরের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সভাপতি আবুল কালাম আযাদ, বাঘারপাড়া উপজেলার সভাপতি ওমর ফারুক, মণিরামপুর উপজেলার সভাপতি আবুল হোসেন ও যশোর শহর সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইয়ানুর রহমান ও মীর খালিদুর রহমান মুরাদ, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম, কোষাধ্যক্ষ কুতুব উদ্দীন এবং প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর কবির সহেল।

ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর