১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত শহীদ রিক্সা শ্রমিকদের স্মরণে যশোর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক স্মরণসভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ রিক্সা-ভ্যান শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রিক্সা শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তাদের এই আত্মদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের শ্রমনীতি নিয়ে সমালোচনা করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা।
অনুষ্ঠানে যশোরের বিভিন্ন এলাকা থেকে রিক্সা ও ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন।