Friday, December 5, 2025

মণিরামপুরে এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ, ঝরলো গৃহবধূর প্রাণ

মণিরামপুরে এনজিও’র ঋণে জর্জরিত তহুরা বেগম (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার স্বরণপুর জামতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশ মরেদহটি উদ্ধার করে।
তহুরা বেগম ওই এলাকার ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী।
গৃহবধূর স্বামী ও স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান জানান, একবছর আগে তিনটি সমিতি (এনজিও) থেকে দেড় লাখ টাকা ঋণ নেন তহুরা। সেই টাকায় মেয়ে বিয়ে দেওয়াসহ ঘর মেরামত করান। করোনার কারণে কয়মাস কিস্তি নেওয়া বন্ধ ছিল। এতে ৩০ হাজার টাকা কিস্তি বাকি পড়ে যায়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বামীর সঙ্গে খুলনায় ননদের বাড়ি যান তিনি। আজ (শনিবার) দুপুর আড়াইটার দিকে দুইজন বাড়ি ফেরেন। এরপর ভ্যান নিয়ে বের হন রফিকুল। কিছুক্ষণ পরে তহুরার আত্মহত্যার খবর আসে।
স্বজনরা বলছেন, কিস্তি টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন তহুরা। তবে স্বামী রফিকুল ইসলাম বলেন, ‘আমি টুকটাক কিস্তি দিচ্ছি। ওরে কোনো সমিতি চাপ দেছে কিনা বলতি পারব না। সংসারে কোনো ঝামেলা নেই। কেন আত্মহত্যা করলো বুঝলাম না।’
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, ‘ননদের বাড়ি থেকে ফেরার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন তহুরা। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি গিয়ে ঝুলন্ত মরদেহ নামাই। তহুরার স্বজনদের থানায় অভিযোগ করতে পাঠিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর