Monday, April 21, 2025

অন্ধ টি-২০ বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ দলকে যশোরে সংবর্ধনা

চতুর্থ অন্ধ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ দলকে যশোরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে যশোরের বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখানো খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়, যাদের মধ্যে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, অ্যাথলেট চয়ন বিশ্বাস, এবং অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল দলের খেলোয়াড় নাজমীন, সুমাইয়া জামান মৌশি ও সুমাইয়া আক্তার শিমু।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, “যারা শারীরিকভাবে অক্ষম, তারা প্রতিবন্ধী নয়। তবে যারা সমাজের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারাই আসল প্রতিবন্ধী। যশোর খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি সব দিকেই এগিয়ে। শারীরিক প্রতিবন্ধকতা এড়িয়ে খেলোয়াড়রা দেশের সুনাম বয়ে আনছে। এ ধরনের প্রতিবন্ধকতা যাদের আছে, তাদের খুঁজে বের করে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে।”

যশোর ব্লাইন্ড ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুর রহমান, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক, শ্রীনিবাস হালদার, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাইজুদ্দিন, বাংলাদেশ ব্লাইন্ড দলের সাবেক অধিনায়ক তানজিলুর রহমান এবং বর্তমান অধিনায়ক আরিফ উল্লাহ।

আজ শনিবার সকালে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ অন্ধ দলের খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। ম্যাচ শেষে খেলোয়াড় ও কর্মকর্তারা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যাবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়। সেই থেকে যশোরের ৮ জন খেলোয়াড় জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দলের সদস্য ছিলেন বেশ কয়েকজন। এর মধ্যে যশোরের আসমত আলী টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর