যশোরের চৌগাছা উপজেলার সলুয়া আদর্শ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে অ্যাডভোকেট আলীবুদ্দীন খান এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাজ্জাদ হোসেন মনোনীত হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত অনুমোদিত চিঠি কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল সাকিব ও বিদ্যোৎসাহী সদস্য সাহিদুর রহমান আগামী ২৫ মার্চ পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন। ২৫ মার্চের পর অ্যাডভোকেট আলীবুদ্দীন খান সভাপতি এবং সাজ্জাদ হোসেন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে স্ব-স্ব পদে দায়িত্ব গ্রহণ করবেন।
আর কে-০৪