কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের হাজরাতলা-বানিয়াকুড় বিল কমিটি ও জমির মালিকগণ ঘের দখলের চেষ্টার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন।
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘের কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, তারা প্রায় তিন মাস ধরে বিলের পানি নিষ্কাশন করছেন। বর্তমানে অল্প পানি রয়েছে, যা ২-৩ দিনের মধ্যে শুকিয়ে যাবে। এমন অবস্থায়, আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনের ছেলে খালিদ হাসান একটি কুচক্রী মহলকে সাথে নিয়ে ৪ ফেব্রুয়ারি ঘেরের মাছ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সেচ কাজ শুরু করতে যান। জমির মালিক ও বিল কমিটি বাধা দিলে খালিদ হাসান তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান।
আব্দুল মান্নান আরও বলেন, খালিদ হাসান দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখল করে মাছ চাষ করতেন। ২০২২ সাল থেকে তিনি আর মাছ চাষ করেন না। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের মদদে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, ঘের দখল, মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সম্প্রতি তিনি আবারও বেপরোয়া হয়ে উঠেছেন।
তিনি আরও অভিযোগ করেন, খালিদ হাসান একটি বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, ঘের দখল, মাদক বেচাকেনা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তার ভয়ে কেউ কোথাও অভিযোগ করতে সাহস পায় না।
সংবাদ সম্মেলনে ঘের কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, জমির মালিক আব্দুল ওয়াহাব ও আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসী খালিদ হাসানের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।