Wednesday, April 30, 2025

অস্ত্র-গুলিসহ আটক বারান্দীপাড়ার সাখার ১৭ বছরের জেল

যশোর শহরের বারান্দিপাড়ার সাকাওয়াত হোসেন সাখার ১৭ বছরের সশ্রম কারাদান্ড দিয়েছে আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এ আদেশ দিয়েছেন। সাখা ২০১৫ সালের ৩১ মার্চ শহরের নীলগঞ্জ সাহাপাড়া থেকে ওয়ান শুটারগান ও গুলিসহ ডিবির হাতে আটক হন। সাখাওয়াত হোসেন সাখা ওরফে আব্দুর রহমান বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আতিয়ার রহমান ওরফে তাকিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা।
আদালত সূত্র জানায়, ডিবির কাছে খবর আসে ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাখা নীলগঞ্জ সাহাপাড়া এলাকার হাশেমের চায়ের দোকানের সামনে অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে সাখা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় তাকে তল্লাশি করে মাজায় গোঁজা অবস্থায় এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। এ ঘটনায় ডিবির এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে সাখার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহম্মেদ সাখার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার রায় ঘোষনার দিনে সাখার উপস্থিতিতে আদালত পৃথক দুইটি ধারার মধ্যে একটি ধারায় ১০ বছর ও অপরটিতে আরও সাতবছর সর্বমোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর