Friday, December 5, 2025

চৌগাছায় মুক্তিযোদ্ধা সালামের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের চৌগাছায় কতিপয় অমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত নয়, সরকারি নির্দেশনায় ভাতা বন্ধ আছে, এমন কিছু মানুষ মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বিরুদ্ধে মানববন্ধন করেছে দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার বেলা সাড়ে ১১ টায় চৌগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপজেলার ২২ জন মুক্তিযোদ্ধা ও  মুক্তিযোদ্ধার সন্তানেরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করা হয়, যে ব্যক্তির ইন্দনে সালামের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে তিনি আদৌও  মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধা মন্ত্রীর নেতৃত্বে যাচাই-বাছাইয়ে তিনি যে মুক্তিযোদ্ধা না তা প্রমানিত হয়েছে। ফলে তার ভাতা বন্ধ করে দিয়েছে।এছাড়া  তাদের সাথে যে ৫/৭ ব্যক্তি ছিলেন ও মুক্তিযোদ্ধা’ নন, আবার কেউ যুদ্ধাহত না হয়েও ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা’ নিতেন। ‘যুদ্ধাহত নন’ প্রমাণিত হওয়ায় গত ৪ বছর ধরে তাদের ভাতা স্থগিত রয়েছে। মুলত একটি চক্র সালামের সুনাম ক্ষুন্ন্ করতে এ ধরনের কর্মকান্ড করছে। বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন  তারা  নিশ্চিত,  একটি চিহ্নিত মহল বেশ কিছুদিন যাবৎ বারবার পুরোনো একটি ইস্যুকে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ঐক্য পরিষদ নেতা বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে রেজাউল ইসলাম, আব্দুস সাত্তার, ইমদাদুল হক ছবি, আরজান আলী, আতিয়ার রহমান, মোশারফ হোসেন, পরিতোষ কুমার, রওশন আলী, মোস্তফা জামান, আসাদুজ্জামান, ওলিযার রহমান, আবু বক্কর, আব্দুস সামাদ, সফিয়ার রহমান, রেজাউল ইসলাম, মহিউদ্দিন, তোফায়েল আহমেদ, হায়দার আলী, সহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা আরো বলেন, আগামী ৯ জানুয়ারী থেকে চৌগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফের শুরু হবে। যার সভাপতি স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। এই যাচাই-বাছাই প্রক্রিয়াকে বিতর্কিত করতেই জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হওয়া কয়েকজন ব্যক্তি এই বিতর্কিত মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।তারা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ, শুক্রবার সকাল ১১টায় চৌগাছার মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে মানববন্ধন ও ঝাড়ুমিছিল করা হয়। একটি পক্ষ দাবি করেন, আব্দুস সালাম অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা ও পরিবারের আর্থিক সহযোগিতার নামে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আজও সে টাকা ফেরত দেননি তিনি। মানববন্ধন ও মিছিলে মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, নূর ইসলাম, কেরামত আলী, সুফিয়া রহমান, শওকত আলী, সামসুল আলম, সাজেদুর রহমান, ওহেদ আলী ও ফজের আলী, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে রেহেনা পারভীন, ফাহিমা বেগম, মেঘনা বেগম, আকলিমা খাতুন, আম্বিয়া বেগম, খালেদা বেগম, ভানুবিবি, আমেনা বেগম, শেফালি বেগম, শিউলি বেগমসহ অনেকে অংশ নেন।

চৌগাছা (যশোর) প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর