Sunday, April 27, 2025

জেইউজের গ্রামের কাগজ ইউনিট চিফ হলেন রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম. আইউব

সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজের দৈনিক গ্রামের কাগজ ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম.আইউব।  বুধবার রাতে গ্রামের কাগজ কার্যালয়ে এ  সংক্রান্তে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন্ সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেইউজের সদস্য গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন জেইউজের সভাপতি আকরামুজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। সভায় উপস্থিত ছিলেন জেইউজের সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ এমএআর মশিউর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম।
সভা শেষে সর্বসম্মতিক্রমে গ্রামেরকাগজের যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউবকে ইউনিট চিফ, ওয়াহিদুজ্জামান মিলনকে ডেপুটি ইউনিট চিফ ও সরোয়ার হোসেনকে সদস্য মনোনীত করা হয়। পরে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এদিকে, নবনির্বাচিত ইউনিট চিফ এম. আইউবকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়াসহ রাতদিন নিউজ পরিবার। বিবৃতি দিয়েছেন রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি হাফিজুল নিলু, সাধারণ সম্পাদক রিপানুর রহমান রিপনসহ নেতৃবৃন্দ। রাতদিন নিউজ পরিবার নির্বাচিতদের সফলতা কামনা করেছে।

বিশেষ প্রতিনিধি

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর