আহতের স্ত্রী জুলেখা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার স্বামীর সাথে একটি জমি দিয়ে মোবারককাটির রাকিব রেজা রিপন, সাকিব রেজা সিমন, আরিফুল ইসলাম শাহিন, রফিকুল ইসলাম ও ইসরাইল হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় তিনির স্বামী ইনামুল কবির একটি মামলাও করেছেন। যা আদালতে চলমান রয়েছে। দীর্ঘাদিন ধরে মামলা তুলে নিতে ও জমিটি ছেড়ে দেবার জন্য তাদের হত্যার হুমকি দিয়ে আসছিলো ওই চক্র। বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল শহরের যশোর ট্রেডিং-এ যাচ্ছিলেন। পথিমধ্যে বিসমিল্লাহ হ্যাচারীর পার্শ্বে দবিরের বাড়ীর সামনে পৌছালে রাকিব রেজা রিপন, সাকিব রেজা সিমন, আরিফুল ইসলাম শাহিন, রফিকুল ইসলাম, ইসরাইল হোসেনসহ ৭/৮ জন তাকে গতিরোধ করে ইনামুল কবিরকে এলোপাপাড়ি মারপিট করে ও মোটরসাইকেল ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিল জানান, আহতের দু’পায়ে লোহার কিছু দিয়ে মারপিট করা হয়েছে। তার মাথায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১০