আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বাংলাদেশ ফ্লওয়ার সোসাইটির শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় গদখালী পাইকারি ফুল বাজার চত্ত্বরে বাংলাদেশ ফ্লওয়ার সোসাইটির সহ সভাপতি ও ঢাকা আগারগাঁও ফুলের পাইকারি বাজারের সাবেক সভাপতি মরহুম বাচ্চু খা’র শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্লওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গদখালী ফুল সমিতির সাবেক সভাপতি তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ সভাপতি মারুফ হোসেন, গদখালী উদীচীর সহ সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বাংলাদেশ ফ্লওয়ার সোসাইটির অন্যতম সদস্য সের আলী, শাহিনুর ইসলাম সহ এলাকার শতাধিক ফুল ব্যবসায়ী ও এলাকাবাসী। শোকসভা শেষে দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন গদখালী জামে মসজিদের ইমাম খলিলুর রহমান।







