Monday, April 21, 2025

কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মৃত্যু

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা(৫৯) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।   এরআগে গত ২৭জানুয়ারী তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারী বিকাল ৫টায় মৃত্যুবরণ করেন। আগামিকাল তার প্রথম নামাজের জানাজা সকাল ১০ টায় কেশবপুর পাবলিক ময়দান ও দ্বিতীয় নামাজে জানাজা প্রতাপপুর স্কুল মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ গাজী গোলাম মোস্তফা ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১১৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দলটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পূর্বে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগের সভাপতিও ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর