যশোরের শার্শায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুর সম্পর্কের দাদার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। আসামি আবু তালেব (৫৫) শার্শা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। অভিযোগ করা হয়েছে শুধুই ধর্ষণ করে ক্ষ্যান্ত হননি ওই দাদা। ধর্ষণের ফলে ওই কিশোরী গর্ভবতী হয়ে যান। পরে তাকে ওষুধ খাইয়ে ভ্রুন নষ্ট করা হয়েছে। সোমবার ওই কিশোরীকে আদালতে আনা হলে তিনি বিচারকের সামনে এসব ঘটনার বর্ননা দেন। পরে তাকে পরিবারের হেফাজতে দেয়া হয়।
মামলায় ওই কিশোরীর মা উল্লেখ করেন, আসামি আবু তালেব তাদের দুরসম্পর্কের আত্মীয়। ওই কিশোরী তালেবকে দাদা বলে ডাকেন। প্রায় তালেব তাদের বাড়িতে যেতেন। গত ১৫ ডিসেম্বর তালেব তাদের বাড়িতে যান। এসময় কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করেন তালেব। এরপর গত ২৬ জানুয়ারি কৌশলে স্থানীয় গ্রাম্য ডাক্তার খাইরুলের কাছ থেকে ওষুধ খাইয়ে ভ্রুন নষ্ট করে। পরে ওই কিশোরী প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে তাকে গাইনী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই ডাক্তার বিষয়টি জানায়। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পর স্থানীয়দের কাছে বিষয়টি খোঁজ খবর নিয়ে শার্শা থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আবু তালেব পালিয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বিশেষ প্রতিনিধি