Friday, December 5, 2025

চৌগাছায় আ.লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের যুবদলের উদ্যোগে প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বেলা আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষ করে পুরাতন ভাস্কর্যের মোড়ে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান ৃসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আহমেদ, রিংকু হোসেন,আরাফাত হোসেন, তুফান আহমেদ, আলোম হোসেন, উপজেলা ছাত্রদলের জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ৫ই আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারই ধারাবাহিকতাই আজ নিষিদ্ধ সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরন করেছে। তিনি বলেন, যে এই দুঃসাহস দেখিয়েছে তাকে যেখানেই পাওয়া যাবে গনধোলাই দিয়ে আইনে সোপর্দ করা হবে। আগামীতে যদি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং হয় ছাত্রদল তাদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত থাকবে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঠিকানা চৌগাছার মাটিতে আর হবেনা। নিষিদ্ধ এই সংগঠনসহ আওয়ামী লীগের কেউ যদি চৌগাছায় ভবিষ্যতে কোনো প্রোগ্রামের পায়তারা করে সাথে সাথে তাদের প্রতিহত করা হবে।

উপজেলা ছাত্রদল নেতা শিহাব ইমরান তুষার, সিংহঝুলী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফারহান নাদিম, স্বরুপদাহ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ হাসান, পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী আওয়ামী লীগের লিফলেট বিতরন করেন। তারই প্রতিবাদে এদিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

রাতদিন সংবাদ/আর কে-১৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর