উৎসবমুখর পরিবেশে যশোরে সোমবার স্বরসতী পূজা উদযাপন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, পাড়ামহল্লা, বাসাবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা স্বতস্ফূর্তভাবে পূজার আয়োজন করেন। নারী-পুরুষ সবাই বর্ণিল পোশাকে উৎসবে মাতেন। বাণী অর্চনা শেষে প্রসাদ বিতরণ চলে দুপুরের আগ পর্যন্ত। নানান বয়সের মানুষ পূজায় অংশ নেন।
যশোর সরকারি এম.এম কলেজে পূজার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরীনা আক্তার। আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন আহ্বায়ক অধ্যাপক মদন কুমার সাহাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুরোহিত ছিলেন মলয় সরকার। সরকারি সিটি কলেজে অনুষ্ঠিত স্বরসতী পূজায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল হামিদ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহমুদুর রহমান, পূজা উদযাপনের আহবায়ক অধ্যাপক রামপ্রসাদ মন্ডলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত স্বরসতী পূজায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসটিপি স্কুল এন্ড কলেজ যশোরে স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য মিজানুর রহমান, স্কুল অধ্যক্ষ খায়রুল আনামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত স্বরসতী পূজায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, সহকারি প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, শিক্ষক ললিতা বিশ্বাস, সুবর্ণা বসু, অসীম কুমার পাল, পিযুষ কর্মকার, বিপ্লব পালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্বরসতী পূজার আয়োজন করা হয়, যশোর মেডিকেল কলেজ, ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, জেলা আইনজীবী সমিতিসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বাজার, পাড়া মহল্লা, বাসাবাড়িতে।
এদিকে পূজা উদযাপন পরিষদ যশোরের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজা পরিদর্শন করেন। শহরের বড়বাজার কালী মন্দির, বেজপাড়া পূজা মন্দির, সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ পূজা পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন ঘোষ, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, অরবিন্দু রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ/আর কে-১৪