যশোরের কেশবপুর উপজেলায় কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মোঃ ফিরোজ কবির নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্লিনিকটিতে বিভিন্ন জটিল অপারেশন করে আসছিলেন। অথচ তিনি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করা একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এমবিবিএস ডাক্তার না হয়েও তিনি দীর্ঘদিন ধরে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের নির্দেশে একটি মেডিকেল টিম ক্লিনিকে অভিযান চালায়। এসময় ফিরোজ কবির হার্নিয়া রোগে আক্রান্ত লুৎফর রহমানের অপারেশন করছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জহুরুল হক অসীম, ডা. জি এম এস কে ডালিম, ডা. সমরেশ দত্ত এবং ডা. এমদাদ হোসেন।
পরে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিরোজ কবিরকে ২ মাসের কারাদণ্ড দেন। একইসাথে তাকে গ্রেফতার করে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।