যশোরের চৌগাছায় আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণে প্রতিবাদ জানাতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। রবিবার (২রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পুরাতন ভাস্কর্য মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভে পরিণত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, ৫ই আগস্টের গণঅভ্যুথানের পর দেশে স্বৈরাচারের পতন হলেও এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা কিছুটা তৎপর রয়েছে। তারা জানায়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে, ছাত্রদল তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত থাকার ঘোষণা দেয়।
ইমন হাসান রকি বলেন, “যে ব্যক্তি এই দুঃসাহস দেখিয়েছে, তাকে আইনের আওতায় আনতে ছাত্রদল সর্বদা প্রস্তুত। যদি আওয়ামী লীগের কোনো মিছিল বা মিটিং হয়, ছাত্রদল তা প্রতিহত করতে সক্রিয় থাকবে।”
জসিম উদ্দিন আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চৌগাছায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা মেনে নেয়া হবে না।”
এছাড়া, ছাত্রদলের নেতৃবৃন্দ বলছেন, আগামীতে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে তারা আরও কঠোর অবস্থান নেবে। বিক্ষোভ সমাবেশে শতাধিক ছাত্রদল কর্মী উপস্থিত ছিলেন এবং সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।