Friday, December 5, 2025

শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চৌগাছা ফুটবল একাদশের জয়

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় চৌগাছা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী দল সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল শূন্য গোলে পরাজিত হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হামিদ কাজী, চৌগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বি এম হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সাহেব আলী, যুবদলের আহ্বায়ক এম এ মাম্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মঈন উদ্দিন মঈনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর