যশোর সদর উপজেলার বিরামপুরে দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে তিনজন জথম হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিরামপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র তাহাসিন অরফে তাসলিম (২০), বুলু শেখের ছেলে আকাশ (২০) ও হিরু মিয়ার ছেলে মামুন (৪০)।
আহতরা ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত পৌনে ৯ টার দিকে তাহাসিন ও আকাশকে ডেকে বিরামপুর আফজাল মার্কেটের সামনে নিয়ে যায় মামুন। পূর্বের গোলযোগ মীমাংসার জন্য মোবাইল ফোনে টাকা তাদের ডাকা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুনের সাথে থাকা জিহাদ রইস সহ কয়েকজন তাহাসিন এবং আকাশকে ছুরিকাঘাত করে। এসময় তাহাসিন ও আকাশ পাল্টা মামুনকে ছুরিকাঘাত করে। তাদের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে ওই ৩ জন আহত হলে রাত ৯ টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, দেড় মাস আগে সীমান্ত নামে এক ছেলেকে রইচ নামের আরেক যুবক মারপিট করে। তাদের মধ্যে সীমান্তের পক্ষ হয়ে রইচদের হুমকি দেয় তাহাসিন ও আকাশ । বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা তৈরী হয়। তার জেরে দুইটি পক্ষ তৈরী হয়ে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ শাকিরুল ইসলাম জানিয়েছেন, তাদের আঘাত গুরুত, তবে আশঙ্কাজনক না।
এদিকে, থবর পেয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন শেসে হাসপাতালেও তিনি যান। তবে, এখনি কিছু বলা যাচ্ছেনা। বিষয়টি নিয়ে তিনি তদন্ত শুরু করেছেন।
রাতদিন সংবাদ