যশোরের মনিরামপুরে সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মনিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে হাকিমপুর এলাকার একটি ধানখেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের ফোন করে জানান। আমরা ঘটনাস্থলে যেয়ে আব্দুর রশিদের মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী রাতদিন নিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি নাইট গার্ডের ডিউটি করে বাড়ি ফেরার পথে সংস্কার চলছে রাস্তায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় তিনি পড়তে পারেন। তার সাথে অন্য কেউ ব্যক্তি না থাকায় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।