Monday, April 28, 2025

যশোরে দিনে দুপুরে ব্যবসায়ীকে মারপিট করে টাকা লুট

যশোরে দিন দুপুরে এক সিমেন্ট ব্যবসায়ীকে মারপিট করে টাকা লুট করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে যশোর সদর উপজেলার নওদাগ্রামে। আহত সিমেন্ট বিক্রেতা রিয়াদ আহম্মেদ নওদাগ্রামের ডাক্তার মুনতাজ আলীর ছেলে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রিয়াদ জানায়, তিনি সিমেন্ট বিক্রেতা। একই এলাকার আলিম, সুমন, শামীম তার কাছে বেশ কয়েকদিন ধরেই চাঁদাদাবি করে আসেছিলেন। শনিবার দুপুরে তিনি বাড়িতে ফিরছিলেন। এসমন সময় তাকে ধরে মারপিট করে এবং সিমেন্ট বিক্রির ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমন সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় আলিম চক্র। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জুবাইদা জানান, রিয়াদকে হাসাপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে, রিয়াদ আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর