Friday, December 5, 2025

বাঘারপাড়ায় তিন দিন ব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া তিন দিন ব্যাপী দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিন সম্পন্ন হয়েছে।

২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে ৯ জন নারী ও ১১ জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগামী শুক্রবার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বাঘারপাড়া বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন ও হাফিজুর রহমান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং এক্সপার্ট উত্তম কুমার সরকার এবং দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান এবং ইয়ুথ লিডার অজয় বিশ্বাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্বের দক্ষতা, দ্বন্দ্ব সংঘাত ব্যবস্থাপনা, শান্তি, দলীয় কাজে দক্ষতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন। আগামী দিনে তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম যুব নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর