Friday, December 5, 2025

যশোরে শিশু ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত পলাতক

যশোরের চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সরত আলী (৫০) মির্জাপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে ফুল কুড়াতে গেলে সরত আলী তাকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশে লোকজন জড়ো হলে স্রোত আলী পালিয়ে যায়।

পরে স্থানীয়ভাবে শালিস বিচারে সরত আলীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে, এসময় সরত আলীর মেডিকেল পড়ুয়া ছেলে ৯৯৯ এ ফোন দিয়ে তার পিতাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে। ফোন পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে অভিযুক্ত সরত আলী পালিয়ে যায়।

এসময় পুলিশ প্রকৃত ঘটনা জানতে পেরে নির্যাতিত শিশুটির পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে শিশুটির মা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।  নির্যাতিত শিশুটির পরিবার যশোরের এএসপি জুয়েল ইমরান সাথে দেখা করেন। পরে মামলা রেকর্ড হয়। মঙ্গলবার ওই মেয়েকে আদালতে হাজির করা হয়। ওই মেয়ে ২২ ধারায় জবানবন্দি দেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। সরতকে আটকের চেষ্টা চলছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর