Tuesday, March 25, 2025

শার্শা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটিকে পুটখালী ইউনিয়ন বিএনপির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, বেনাপোল: যশোরের শার্শা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা জানিয়ে ফুলেল সংবর্ধনা দিয়েছে ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, মোঃ তাজউদ্দীন, আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু; যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ; কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম; যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ; এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহি মিনুল সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা শার্শা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির প্রতি দলের ঐক্য ও শক্তি ধরে রাখার আহ্বান জানান। এছাড়াও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত নেতাদের এই সংবর্ধনা শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর