Friday, December 5, 2025

চৌগাছায় ভুল সিজারে প্রসূতির জীবন নষ্ট: স্বজনদের অভিযোগ

যশোরের চৌগাছায় পল্লবী ক্লিনিকে ভুল সিজার অপারেশনের কারণে এক প্রসূতি মহিলার জীবন নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জিম খাতুনের স্বজনরা সোমবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন।

জিম খাতুনের স্বামী আলামিন হোসেন জানান, গত ৪ ডিসেম্বর তিনি তার স্ত্রীকে চৌগাছা পল্লবী ক্লিনিকে সিজারের জন্য ভর্তি করেন। অপারেশনের পর কয়েকদিনের মধ্যে সিজারের স্থানে ইনফেকশন হওয়ায় তিনি আবার ক্লিনিকে যান। ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জানায় যে তার ফুঁড়া হয়েছে এবং ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে। কিন্তু পরে জিমের অবস্থা আরও খারাপ হতে থাকে। তার প্রসাবের রাস্তা দিয়ে পুঁজ ও সুতা বের হচ্ছিল।

আলামিন হোসেন আরও বলেন, চৌগাছা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা জিমকে ভালো ক্লিনিকে আলট্রাসাউন্ড করার পরামর্শ দেন। পরে যশোর কুইন্স হাসপাতালে দেখালে চিকিৎসকরা অপারেশনের কথা বলেন।

জিম খাতুনের পরিবারের দাবি, পল্লবী ক্লিনিকের ভুল চিকিৎসার কারণে তাদের পরিবারকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে এবং জিমের জীবন নষ্ট হয়েছে। তারা ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে জিমের ফুঁড়া হয়েছে এবং ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর