মাসুদুর রহমান শেখ: শার্শা উপজেলার ৩ নং বাহাদুপুর ইউনিয়ন যুবদলের নেতা নাসিরের মা মাছুরা বেগম (৮০) গত রবিবার বিকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যু সংবাদে শোকাহত হয়েছেন স্থানীয় ও রাজনৈতিক মহল। সোমবার সকালে তার জানাযা নামাজ রঘুনাথপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা নামাজে শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে মাছুরা বেগম ৫ ছেলে ও ৩ মেয়েসহ বহু সন্তান রেখে গেছেন।