Friday, December 5, 2025

মাইকেল মধুসূদন দত্ত: বাংলা সাহিত্যের অমর জ্যোতি

জাকির হোসেন, কেশবপুর : কেশবপুরের সাগরদাঁড়িতে চলমান মধুমেলায় গতকালের আলোচনা সভায় প্রখ্যাত সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের এক অমর জ্যোতি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সাহিত্য রচনা করে বিশ্বের সাথে বাংলার পরিচয় ঘটিয়েছেন। তিনি বিশ্ব ইতিহাসে আপন মহিমায় উজ্জল নক্ষত্র।

শনিবার সন্ধ্যায় মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ক্ষনজন্মা পুরুষ হিসেবে তার আবির্ভাব ছিলো বাংলা সাহিত্যে ঊষার অঙ্গনে দেবদূতের মত। তার মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বিভিন্ন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিকে, মধুমেলায় সার্কাস, মৃত্যুকুপ, শিশু মেলা, যাদু প্রদর্শনীসহ বিভিন্ন আকর্ষণ রয়েছে। প্রতিদিন মধুমঞ্চে দেশবরেন্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর