শার্শা উপজেলা প্রতিনিধি:‘কাস্টমস সেবার প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা এবং প্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ সভাপতিত্ব করেন অনুষ্ঠানে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানসহ কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক কাস্টমস দিবস বাণিজ্য সহজীকরণ, সীমান্ত নিরাপত্তা এবং সুশাসনের প্রতি জাতিসংঘের অঙ্গীকারের প্রতিফলন। এই দিবসটি কাস্টমস কর্মকর্তাদের কঠোর পরিশ্রম এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন।







